তাবলিগ জামাতের উত্পত্তি -
মুসলমানরা বিশ্বাস করেন, ইসলাম আল্লাহর মনোনীত একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সারা পৃথিবীর মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছে দেয়ার জন্য আল্লাহ পৃথিবীতে অসংখ্য নবী ও রাসূল প্রেরণ করেছেন। কিন্তু যেহেতু মুহাম্মদ (সাঃ)
ARAFAT MOYDAN -আরাফাত ময়দান |
আল্লাহর শেষ বাণী বাহক, তাঁর পরে আর কোনো নবী বা রাসূল আসবেন না, তাই মুহাম্মদ (সাঃ) আরাফাত পাহাড়ের চূড়ার উপর দাঁড়িয়ে বিদায় হজ্জ্বের ভাষণে মুসলমানদেরকে ইসলামের দাওয়াত দেয়ার দায়িত্বটি দিয়ে যান। [২]
ARAFAT HILL- আরাফাত পাহাড় |
তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানুষের (কল্যাণের) জন্য তোমাদেরকে বের করা হয়েছে । তোমরা মানুষকে সত্ কাজের আদেশ করবে এবং অসত্ কাজ থেকে নিষেধ করবে।" (সূরা আল-ইমরান, আয়াত-১১০)[৩]
তার চেয়ে ভাল কথা আর কি হতে পারে, যে মানুযকে আল্লাহর দিকে ডাকে, নিজে নেক আমল করে আর বলে যে, আমি সাধারণ মুসলমানদের মধ্য হতে একজন। (সূরা হা মীম সিজদা আয়াত-৩৩)[৩]
ইসলামের প্রাথমিক যুগে মুহাম্মদ(সাঃ) এর মৃত্যুর পর তাঁর আদর্শস্নাত সাহাবী,
তাবেয়ী ও
তাবে-তাবেয়ী গণের মাধ্যমে ইসলামী জীবন বিধান প্রচার ও প্রসারের কার্যক্রম আরো বিস্তৃতি লাভ করে। কিন্তু মুসলিম শাসকদের ক্ষমতা বিলুপ্তির পর ইসলামী প্রচার কার্যক্রমে ভাটা পড়তে থাকে। এ অবস্থা থেকে পরিত্রাণের
জন্য মুসলিমমনীষীদের প্রচেষ্টাও অব্যাহত ছিল।
এমনই পরিস্থিতিতে মাওলানা মুহাম্মাদ ইলিয়াস ভারতের দিল্লীতে তাবলিগ জামাতের সূচনা করেন এবং তাঁর নিরলস প্রচেষ্টার ফলে...........
দেওবন্দ ভারতের দিল্লি.. তাবলিগ জামাত একটি বহুল প্রচারিত আন্দোলনে রূপনেয়। আর সারা বিশ্বে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া তাবলিগ জামাতের অন্যতম উদ্দেশ্য।[১].... |
No comments:
Post a Comment