দোয়া কবুলের শর্ত,যাদের দোয়া কবুল হয় এবং রসূল (সাঃ) যা চাইতেন-
রসুল(সঃ) ৫টি বিষয় থেকে
পানাহ চাইতেন-
১) কাপুরুষতা
২) কৃপনতা
৩) বয়সের মন্দতা ।
৪) অন্তরের ফেতনা ।
৫) কবরের আযাব ।
রসুল (সঃ) নামাজে ৩ জিনিস
চেয়ে দোয়া করেছিলেন-
১) আমার উম্মতকে যেন
দূর্ভিক্ষের দ্বারা ধ্বংস করা না হয় (এই দোয়া কবুল হয়েছে)
২) মুসলমানদের উপর
অমুসলমানদের চাপিয়ে দেওয়া না হয় (এই দোয়া কবুল হয়েছে)
৩) মুসলমান একে অপরের উপর
অত্যাচার / ঝগরাঝাটি না করে (এই দোয়া কবুল হয় নাই )
দোয়া কবুলের শর্ত ৫টি :
১) আমিরের এহ্্তাদ করা,
২) সকল এস্তেমায়ী আমলে জোড়া,
৩) প্রান খোলে মেহনত করা,
৪) তাহাজ্জুতের নামাজ পড়া,
৫) নজরের হেফাজত করা।
পাচঁ ব্যক্তির দোয়া কবুল হয় :
১) মজলুমের দোয়া,
২) হাজীদের দোয়া,
৩) জেহাদকারীদের দোয়া,
৪) রোগীর দোয়া,
৫) মুসলমান ভায়ের দোয়া
আল্লাহর কাছে কান্নাকাটি
করে রাতের দোয়ায় যা চাইতে হয়—
১) হেদায়েত
২) রেজামন্দি
।
৩) কবুলিয়াত ।
No comments:
Post a Comment