Wednesday, May 4, 2016

কিয়ামতের দিন হুজুর (সঃ) ৩ জায়গায় অবস্থান




কিয়ামতের দিন মানুষ ৩ দলে বিভক্ত , হুজুর (সঃ) ৩ জায়গায় অবস্থান করবেন-

মানুষের ৫টি বিষয়ে চুড়ান্ত হয়ে আছে-

১) তার জীবন কাল
২) তার কাজ কর্ম
৩) তার মৃত্যুর স্থান
৪) তার চলাফেরা
৫) তার রিজিক।

কিয়ামতের দিন মানুষ ৩ দলে বিভক্ত হয়ে আসবে:

১) একদল আসবে হেটে হেটে
২) একদল আসবে সওয়ারীতে চড়ে
৩) একদল আসবে মুখের উপর ভর করে

কিয়ামতের দিন  ৩ জায়গায় কেউ কাউকে স্বরণ করবে না-

১) মিযানের কাছে
২) আমলনামার দপ্তরে
৩) পুলসিরাতে।

কিয়ামতের দিন নবী করিম (সঃ) ৩ জায়গায় অবস্থান করবেন-

১) পুলসিরাতের জায়গায়
২) মিযানের জায়গায়
৩) হাউজে কাউছারের জায়গায়।

দুই ধরনের ব্যাক্তি কখনও পরিতৃপ্ত লাভ করে না-

১) এলেমের পিপাসু  ২) দুনিয়ার পিপাসু

ঈমানের স্বাদ ৩ বিষয়ের মধ্যে রয়েছে-

১) আল্লাহকে রব হিসাবে মানা
২) ইসলামকে দ্বীন হিসাবে মানা 
৩)  মুহাম্মদ (সঃ) কে কসুল হিসাবে মানা

৩টি জিনিস ফিরিয়ে দেয়া যায় না-

১) বসবার গদি
২) তেল বা খুশবু

৩) দুধ ।





No comments:

Post a Comment