মানুষের
জন্য ধ্বংসাত্বক এবং যাদের সাথে চলাফেরা নিষেধ :
দুইটি বিষয়ের মধ্যে উম্মতের
ধ্বংস রয়েছে-
১) এলেমে দ্বীন পরিহার
করা
২) সম্পদ জমা করা ।
দুনিয়ার বুকে সবচেয়ে বড়
ফেত্না ২টি -
১) মাল-সম্পদ ,
২) মেয়ে
মানুষ ।
৩টি ব্যাধি মানুষের জন্য
ধ্বংসাত্বক :
১) রিপুর তাড়না,
২)
লোভ-লালসা,
৩) আত্মম্ভরিতা ।
৪ টি পাপ থেকে বাঁচা
দরকার :
১) কু-ধারনা,
২)
কু-দৃষ্টি,
৩) হিংসা -বিদ্বেষ,
৪)
অহংকার ও আত্মগর্ব।
অন্তরের রোগ সমুহ-
১) অধিক খাওয়ার লোভ
২) অধিক
বলার লোভ
৩) হিংসা করা
৪)
নিজকে বড় মনে করা
৫) সুনাম অর্জনের কামনা করা
৬)
দুনিয়ার প্রতি মহব্বত
৭) অহংকার করা
৮) রিয়া
/ লৌকিকতা করা
৯) কৃপনতা ও অর্থ্ লোভ করা
নিজের কলবকে পরিস্কার
করতে হলে ১০টি অভ্যাস দূর করতে হবে-
১) লোভ ,
২) দীর্ঘ আশা ,
৩)
ক্রোধ,
৪) গীবত,
৫) মিথ্যা ,
৬) কৃপনতা
৭) হিংসা
৮) রিয়া
৯) অহংকার
১০) মনোমালিন্য ।
৪টি স্বভাব থাকলে সে
মুনাফেক-
১) কথা বলে, মিথ্যা বলে
২) ওয়াদা করে ,ভঙ্গ করে
৩) আমানত খেয়ানত করে
৪) ঝগড়া করে ,অশ্লীল ভাষা ব্যবহার করে ।
৪টি কথায় বিশ্বাস না করলে সে মুমিন নয়-
১) কালেমায়ে বিশ্বাস
২)
মৃত্যুতে বিশ্বাস
৩) মৃত্যুর পর পুনরুথ্থানে বিশ্বাস
৪) তাকদীরের ভাল-মন্দে
বিশ্বাস ।
৫ প্রকার মানুষের সাথে
চলাফেরা নিষেধ-
১) ফাসেক
২)
মিথ্যাবাদী
৩) বোকা
৪) কৃপন
৫) আত্মীয়তার সর্ম্পক ছিন্নকারী ।
* তবে
দাওয়াতের জন্য তার কাছে যাওয়া যাবে *
No comments:
Post a Comment