Wednesday, May 4, 2016

পিতামাতার প্রতি হক


                  

                                    পিতামাতার প্রতি হক:

পিতামাতার প্রতি হক ১৪টিজীবিত অবস্থায় ৭টি-

১) পিতামাতার শ্রদ্ধাশীল হওয়া ।

২) তাহাদেরকে  মনে প্রানে মহব্বত করা ।

৩) সর্বদা তাহাদিগকে মানিয়া চলা ।

৪) পিতামাতার খেদমত করা

৫) তাহাদের জুরুরাত পুরা করা ।

৬) তাহাদের আরাম আয়েশের ব্যবস্থা করা ।

৭) নিয়মিত তাহাদের সহিত সাক্ষাত করা।                   

 মৃত্যুর পর ৭টি হক  –     

১) তাহাদের জন্য মাগফিরাত কামনা করা

২) তাহাদের জন্য দান, সদকা করা ।

৩) তাহাদের আত্মীয় স্বজনদের সম্মান করা ।

৪)  তাহাদের আত্মীয় স্বজনদের  সাহায্য করা

৫) তাহাদের ঋন পরিশোধ করা ।

৬) তাহাদের অছিয়ত পুরা করা ।

৭) তাহাদের মাঝে মাঝে তাহাদের কবর জিয়ারত করা ।
                                                        
 দুনিয়ার বুকে হক :

১) কোরবানী করা ,

২) মোজাহাদা করা ,

৩) দাওয়াত দেওয়া ,

৪) দোয়া করা ।

দুনিয়ার বুকে বাতিল :

১) মাল (ধন,সম্পদ)

২) মুলুক (পদ,ক্ষমতা)

৩) নারী (স্ত্রী)


৪)  জন (লোক বল) ।    



                          

No comments:

Post a Comment