Wednesday, May 4, 2016

শ্রেষ্ঠ জিকির এবং আল্লাহ যাকে অলী বানাতে পারে



           শ্রেষ্ঠ জিকির এবং আল্লাহ যা করলে তাকে অলী বানাতে পারে

শ্রেষ্ঠ জিকির সুবাহানাল্লাহী ওয়াল হামদু লিল্লাহী ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার । 

কোরআন তেলোয়াতের ফায়দা

১) অন্তরের মরিচা দুর হয়।

২) আল্লাহ তায়ালার সহিত মহব্বত পয়দা হয় ।

৩) প্রতি হরফে ১০ নেকি সওয়াব পাওয়া যায় ।

৪) চোখের জ্যোতি বৃদ্ধি পায় ।           

জিকিরের জন্য ৪টি বিষয় দরকার

১) ওজু করা ।                                                                   

) কেবলামুখী হওয়া।

৩) একই স্থানে শেষ পর্যন্ত বসা ।

৪) কারো সাথে কথা না বলা।

৪ কাজের হেফাজত করতে পাড়লে আল্লাহ তাকে অলী বানাতে পারে

১) মজলিসে জবানের হেফাজত

২) গাস্তে নজরের (চোখের) হেফাজত

৩) নামাজে দিলের হেফাজত


৪) দস্তরখানে পেটের হেফাজত ।




No comments:

Post a Comment