জামাতে থাকা অবস্থায় জরুরী কাজসমূহ-
তাবলীগের ১২ কাজ,এস্তেমায়ী আমল এবং মসজিদের ৫ কাজ-
তাবলীগের ১২ কাজ: চার কাজ বেশী বেশী করা - দাওয়াত, তালিম, ইবাদত/নামাজ, খেদমত/
জিকির।
চার কাজ কম কম করা - খাবারে অতিরিক্ত সময় না লাগানো, ঘুমে অতিরিক্ত সময় না লাগানো, মসজিদের বাহির কম হওয়া, দুনিয়াবী কথা কম বলা।
চার কাজ
একেবারে না করা - ছোয়াল করা, ছোয়ালের ভান করা, বিনা এজাজতে কারও মাল নেয়া, অপচয় করা ।
জরুরী ১২ টি কাজের সাথে আরও
৪টি কাজ করা দরকার –
চার দেয়ালের মধ্যে নিজকে আবদ্ধ রাখা, আমিরের কথা মান্য করা, ইনফেরাদী আমল নিজ গরজে আদায় করা, প্রতিটি এস্তেমায়ী আমলে তাকবিরে উলার সাথে জুড়তে হবে।
চার দেয়ালের মধ্যে নিজকে আবদ্ধ রাখা, আমিরের কথা মান্য করা, ইনফেরাদী আমল নিজ গরজে আদায় করা, প্রতিটি এস্তেমায়ী আমলে তাকবিরে উলার সাথে জুড়তে হবে।
এস্তেমায়ী আমল ১০ (দশ)
টি: - সফর, মনজিল, মাশওয়ারা, তালিম, নামাজ, খানা, গাস্ত, বয়ান, মুজাকারা, ঘুম।
মসজিদের ৫ কাজ :
১) প্রতিদিন দুই তালিম -
মসজিদে ও ঘরে,
২) সপ্তাহে ২ গাস্ত (একদিন
নিজ মহল্লায় ও অন্যদিন অপর মহল্লায়),
৩) প্রতিদিন আড়াই ঘন্টা
ফিকির,
৪) মাসে ৩ দিন লাগানো,
৫) প্রতিদিন মাশওয়ারা
মসজিদে ও ঘরে।
খেদমত ৪ প্রকার -
১) আমিরের খেদমত,
২) সাথীদের খেদমত,
৩) দুর্বল ও রোগীদের
খেদমত,
৪) নিজের খেদমত।
No comments:
Post a Comment