Wednesday, May 4, 2016

জামাতে জরুরী কাজসমূহ




                              জামাতে থাকা অবস্থায় জরুরী  কাজসমূহ-


তাবলীগের ১২  কাজ,এস্তেমায়ী আমল এবং মসজিদের ৫ কাজ- 

তাবলীগের ১২  কাজ:  চার কাজ বেশী বেশী করা -  দাওয়াত, তালিম, ইবাদত/নামাজ, খেদমত/ জিকির

চার কাজ কম কম করা - খাবারে অতিরিক্ত সময় না লাগানো, ঘুমে অতিরিক্ত সময় না লাগানো, মসজিদের বাহির কম হওয়া, দুনিয়াবী কথা কম বলা।

চার কাজ একেবারে না করা - ছোয়াল করা, ছোয়ালের ভান করা, বিনা এজাজতে কারও মাল নেয়া, অপচয় করা ।

জরুরী ১২ টি কাজের সাথে আরও ৪টি কাজ করা দরকার – 
চার দেয়ালের মধ্যে নিজকে আবদ্ধ রাখা, আমিরের কথা মান্য করা, ইনফেরাদী আমল নিজ গরজে আদায় করা, প্রতিটি এস্তেমায়ী আমলে তাকবিরে উলার সাথে জুড়তে হবে।

এস্তেমায়ী আমল ১০ (দশ) টি: - সফর, মনজিল, মাশওয়ারা, তালিম, নামাজ, খানা, গাস্ত, বয়ান, মুজাকারা, ঘুম।

মসজিদের ৫ কাজ :

১) প্রতিদিন দুই তালিম - মসজিদে ও ঘরে,
২) সপ্তাহে ২ গাস্ত (একদিন নিজ মহল্লায় ও অন্যদিন অপর মহল্লায়),
৩) প্রতিদিন আড়াই ঘন্টা ফিকির,
৪) মাসে ৩ দিন লাগানো,
৫) প্রতিদিন মাশওয়ারা মসজিদে ও ঘরে।

 খেদমত ৪ প্রকার -

১) আমিরের খেদমত,
২) সাথীদের খেদমত,
৩) দুর্বল ও রোগীদের খেদমত,

৪) নিজের খেদমত।




No comments:

Post a Comment