Wednesday, May 4, 2016

মৃত্যুর পর যত জায়গায় প্রশ্ন হবে

                  


                                   মৃত্যুর পর যত জায়গায় প্রশ্ন হবে -


আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন  ৩টি জিনিষ :

১) মানুষের জান,

২) মানুষের মাল,

৩) মানুষের সময়।


কবরের ৩টি প্রশ্ন করা হবে :

১) তোমার রব কে,

২) তোমার দ্বীন কি,

৩) তোমার নবী কে ?


হাশরের ময়দানে ৪ টি প্রশ্ন করা হবে :

১) সারা জীবন কিভাবে ব্যয় করেছ ?

২) যৌবন কাল কোন পথে ব্যয় করেছো ?

৩) কোন পথে আয় করেছো এবং কোন পথে ব্যয় করেছা ?

৪) যতটুকু এলেম শিখেছো তার কতটুকু আমল করেছো ?


মানুষের মৃত্যুর পর ৩ (তিন) জিনিষের অবস্থা :

১) আত্মীয়স্বজন --কবরের নিকট থেকে ফিরে আসে।

২) মাল সম্পদ ----কররের  নিকট হতে ফিরে আসে।

৩) ঈমান ও আমল --তার সাথেই থেকে যায় ।


মৃত্যুর যন্ত্রনা ৩ প্রকার :

১) রুহ বের হওয়া কালীন যন্ত্রনা

২) মালাকুল মউত আজরাঈল (আঃ)  এর আকৃতি দর্শন জনিত যন্ত্রনা

৩) অন্যান্য ভয়াবহ দৃশাবলী দেখার যন্ত্রনা ।


মৃত্যুর পর ৩টি আমল চালু থাকে :

১) সদকায়ে জারিয়া,

২) এলেম ও আমল,

৩) নেক সন্তানের  দোয়ী ।


দুই প্রকারের চোখ আগুন স্পর্শ করবে না:

১) যে চোখ আল্লাহর ভয়ে ক্রন্দন করে।

২) যে চোখ আল্লাহর রাস্তা পাহারা দেয়।


দুই প্রকারের ফোটা আল্লাহর কাছে মূল্যবান :

১) আল্লাহর আযাবের ভয়ে চোখ হতে অশ্রুর ফোটা,


২) আল্লাহর রাস্তার ঝরানো ঘাম/রক্তের ফোটা।






No comments:

Post a Comment