নামাজের সওয়াব ,পুরুস্কার আর না পড়লে ১৪ প্রকার শাস্তি-
১) নিজ ঘরে পড়লে- এক
নামাজের সওয়াব
২) পাঞ্জেগানা মসজিদে
পড়লে --পচিশ নামাজের সওয়াব
৩) জুম্মা মসজিদে পড়লে—পাচশত নামাজের সওয়াব
৪) মসজিদুল আকসায় পড়লে –
? নামাজের সওয়াব
৫) মসজিদুল নববীতে পড়লে—পঞ্চাশ হাজার
নামাজের সওয়াব
৬) মসজিদুল হারামে পড়লে—এক লক্ষ নামাজের সওয়াব
৭) আল্লাহর রান্তায় পড়লে—উনপঞ্চাশ কোটি নামাজের সওয়াব ।
নামাজ পরলে ৫টি পুরুস্কার :
১) রিজিকের অভাব দুর করে
দিবেন
২) কবরের আজাব
হটাইয়া দিবেন
৩) ডান হাতে আমলনামা
দিবেন
৪) বিজলীর ন্যায় পুলসিরাত
পার করে দিবেন.
৫) বিনা হিসাবে জান্নাত
দিবেন।
নামাজ না পড়লে ১৪ প্রকার শাস্তি :
1. দুনিয়ায় ৫ প্রকার শাস্তি-
১) তার সময় ও রিজিকের বরকত থাকবে না
২) তার চেহারায় নেক
লোকদের চিহ্ণ থাকবেনা
৩) তার আমলে কোন সওয়াব
পাবে না
৪) তার কোন দোয়া কবুল হবে
না
৫) নেক লোকের দোয়া ও তার
জন্য কবুল হবে না ।
2. মৃত্যুর সময় ৩ প্রকার
শাস্তি-
১) তার অপমৃত্যু হবে
২) সে অভুক্ত অবস্থায়
মারা যাবে
৩) সে পিপাসার্ত অবস্থায়
মারা যাবে ।
3. কবরের ৩ প্রকার শাস্তি-
১) কবর সংকীর্ন হবে
২) কবরে আগুন জ্বালানো
হবে
৩) ভয়ংকর সাপ নিয়োগ করা
হবে ।
4. হাশরে ৩ প্রকার শাস্তি-
১) অত্যন্ত কঠিন হিসাব
নেয়া হবে ।
২) আল্লাহ তার প্রতি রাগান্বিত
থাকবেন ।
৩) তাহাকে দোযোখে নিক্ষেপ
করা হবে ।
No comments:
Post a Comment