মুসলমানদের করনীয় এবং বর্জনীয় কাজ সমূহ-
মুসলমানের ৩ টি হাতিয়ার :
১) ওজু করা, ২)
নামাজ পড়া, ৩) মেছওয়াক করা।
৪টি বিষয়ের উপর
পরিপূ্র্ন্ আমল করতে হবে –
১) আমানিয়াত (দাওয়তের কাজ
করতে হবে )
২) সাদাকাত(সত্য কথা বলতে
হবে )
৩) মোয়ামেলা ,মোয়াশেরাত (লেন দেন ঠিক করতে হবে )।
৪) আখলাকিয়াত (চরিত্র
সুন্দর করতে হবে ) ।
নিজের এসলাহের জন্য ৮টি
জিনিসের উপর মেহেনত করতে হবে—
১) কালেমার মেহেনত দ্বারা
শিরিক দূর হবে ।
২) নামাজের মেহেনত দ্বারা
আল্রাহ তায়ালার নাফরমানী হইতে হেফাজত হবে ।
৩) এলেমের মেহেনত দ্বারা
অজ্ঞতা দূর হবে ।
৪) জিকিরের মেহেনত দ্বারা
গাফলাতি দূর করতে হবে ।
৫) একরামের মেহেনত দ্বারা
আল্রাহ তায়ালা আখলাককে দুরস্ত করবেন ।
৬) নিয়তের মেহনতের দ্বারা
রিয়াকারী দুর হবে ।
৭) তাবলীগের মেহনত দ্বারা
কৃপনতা ও অহংকার দূর হবে ।
৮) সুন্নাতের মেহেনত
(আমল) দ্বারা বেদায়াত হইতে হেফাজত হবে ।
** আল্লাহ তায়ালার ওয়াদা আমলের সাথে আছে ,আসবাবের সাথে নাই।
৫টি কাজ করা যাবে না—
১) অন্যের বদগুমারী করা
যাবে না ।
২) অন্যের দোষ তালাশ করা
যাবে না ।
৩) কোন হালতে গীবত করা
যাবে না।
৪) কাহারো সাথে
সর্ম্পকছেদ করা যাবে না ।
৫) কেহ জুলুম করলে তার
সাথে জুলুম করা যাবে না ।
অসুস্থ্য হলে যা যা
করা দরকার-
১) নামাজ আদায় করা ।
২) সদকা দেয়া ।
৩) সুরা ফাতেহা পড়ে পানি
ফুকে পান করা ।
৪) ইস্তেগফার করা ।
৫) ডাক্তার / অন্য
মাখলুকের সাহায্য নেওয়া ।
No comments:
Post a Comment