......তাবলিগের মোজাকারা.....
এখানে ১৯ টা বিষয়ের উপর মোজাকারা
আছে এ বিষয়গুলা নিয়ে মোজাকারা করলে ইনশা
আললাহ্ অনেক ফায়দা হবে।
1. মসজিদে ঢোকার আদবে ৫টি সুন্নাত-
আললাহ্ অনেক ফায়দা হবে।
1. মসজিদে ঢোকার আদবে ৫টি সুন্নাত-
১) বিসমিল্লাহ বলা
২) ডান পা দিয়ে ঢোকা
৩) দরুদ শরীফ পড়া
৪) দোয়া পড়া
৫) বিসমিল্লাহী ওয়াচছালাতু আচ্ছালামুআলামু আলা রাসুীলল্লিাহি, আল্লাহুমাফতাহলী আবওয়াবা রাহ্ মাতিকা
2. মসজিদ হতে বাহির
হবার দোয়া - সুন্নাত ৫টি-
১) বিসমিল্লাহ বলা
২) বাম পা দিয়ে বাহির হওয়া
৩) ডান পায়ের জুতা আগে পরা
৪) দোয়া পড়া
৫) দোয়া পড়া - বিসল্লিাহী ওয়াচছালাতু আচ্ছালামুআলামু আলা রাসুীলল্লিাহি, আল্লাহুম্মা ইন্নি আছ আলুকা মিন ফাদলিকা
3. পুরুষের দায়েমী ফরজ ২ টি : সব সময় ইমানী হালতে থাকা, সতর ঢাকিয়া রাখা, নিজের পরিবারকে পর্দার মধ্যে রাখা।
4. মহিলাদের দায়েমী ফরজ ৫ টি :
১) সব সময় ইমানী হালতে থাকা
২) সতর ঢাকিয়া রাখা(সর্বশরীর),
৩) পর্দা করা,
৪) স্বামীর মাল হেফাজত করা,
৫) ছোট আওয়াজে কথা বলা ।
5. পুরুষের দায়েমী সুন্নত :
১) মাথা ঢেকে রাখা,
২) ২ ধরনের চুল কাটা,
৩) গোঁফ ছোট রাখা,
৪) মেছওয়াক করা,
৫) দাড়ি লম্বা রাখা
৬) ঢিলাঢালা সুন্নতি জামা পরা ।
6. মেয়েদের দায়েমী সুন্নত :
১) মাথার চুল লম্বা রাখা,
২) চুল সুন্দর করিয়া রাখা,
৩) মেছওয়াক করা,
৪) হাত-পায়ের নোখ কাটা,
৫) গোপন অঙ্গেও লোম পরিস্কার করা,
৬) ঢিলা ব্যবহার করা,
৭) হায়েজ নেফাজে পট্টি ব্যবহার করা।
7. ওযুর ফরজ ৪ টি :
১) মুখ মন্ডল ধৌত করা,
২) দুই হাতের কনুই পর্যন্ত ধোয়া,
৩) মাথা মাসেহ করা (কমপক্ষে চার ভাগের ১ ভাগ),
৪) দুই পায়ের টাখনু পর্যন্ত ধোয়া।
8 . গোছলের ফরজ ৩ টি :
১) গড়গড়া করে কুলি করা,
২) নাকের নরম জায়গায় পানি পৌছানো,
৩) সমস্ত শরীর উত্তমরূপে ধৌত করা।
9. তায়াম্মুমের ফরজ ৩টি :
১) নিয়্যত করা,
২) মুখমন্ডল মাসেহ করা,
৩) উভয় হাত কনুই পর্যন্ত মাসেহ করা।
10. নামাজরে ফরজ মোট ১৩ টি । বাইরে ছয়টি এবং ভিতরে সাতটি:
১) শরীর পাক,
২) কাপড় পাক,
৩) জায়গা পাক,
৪) সতর ঢাকা,
৫) ওয়াক্ত মত নামাজ আদায় করা,
৬) কেবলামুখী হওয়া,
৭) নিয়ত করা,
৮) তাকবিরে তাহরিমা বলা,
৯) কিয়াম করা (দাঁড়ানো),
১০) কিরাত পড়া,
১১) রুকু করা,
১২) সিজদা করা,
১৩) শেষ বৈঠক।
✠ নামাজের
বাইরের ছয়টি ফরজ হলঃ
১, সর্ম্পূণ শরীর পাক থাকা।
২, কাপড়-চোপড় পাক থাকা।
৩, নামাজরে জায়গা পাক থাকা।
৪, ছতর ঢাকা (র্পদা করা)।
৫, কেবলামুখী হওয়া।
৬, নিয়্যত করা।
✠ নামাজের ভিতরে ফরজ সাতটি হলোঃ
১, দাড়িয়ে নামাজ পড়া।
২, তাকবীরে তাহরীমা বলা।
৩, নামাজের মধ্যে কেরাত বা কোরান পড়া।
৪, রুকু করা।
৫, প্রতি রাকাতে দুটি করে সিজদা করা।
৬, তাশাহুদ পড়া র্পযন্ত বৈঠকে বসা।
৭, সালাম ফিরিয়ে নামাজ শষে করা।
11. নামাজের ওয়াজিব ১৪ টি :
১) আলহামদু সুরা পড়া,
২) আলহামদু সুরার সাথে অন্য একটি সুরা মিলানো,
৩) রুকু সিজদায় দেরী করা,
৪) রুকু হতে সোজা হয়ে দাড়ানো,
৫) দুই সিজদার মাজখানে সোজা হয়ে বসা,
৬) দরমিয়ানী বৈঠক
৭) দুই বৈঠকে আত্তাহিয়াতু পড়া,
৮) ইমামের জন্য কিরাত আস্তে/জোরে পড়া,
৯) ইমামের অনুসরন করা,
১০) ফরজ নামাজের ১ম দুই রাকাতের জন্য কিরাতের নির্ধারিত করা,
১১) প্রত্যেক রাকাতে ফরজ ওয়াজিবের তরতীব ঠিক রাখা,
১২) সালাম ফিরানো,
১৩) বেতের নামাজে দোয়া কুনুত পড়া,
১৪) দুই ঈদের নামাজে অতিরিক্ত ৬ তকবির বলা।
13. নামাজের সুন্নতে মোয়াক্কাদা ১২ টি :
১) দুই হাত উঠানো,
২) দুই হাত বাধা,
৩) ছানা পড়া,
৪) আউযু বিল্লাহ পড়া,
৫) বিসমিল্লাহ পড়া,
৬) আলহামদুর শেষে আমিন বলা,
৭) রুকু সিজদা হইতে উঠার সময় আল্লাহু আকবর বলা,
৮) রুকুর তাসবিহ পড়া,
৯) সিজদার তাসবিহ পড়া,
১০) রুকু হইতে উঠার সময় সামিআল্লা হুলিমান হামিদাহ, রাব্বানা লাকাল হামদ বলা,
১১) দরুদ শরীফ পড়া, ১২) দোয়া মাসুরা পড়া।
14. যে সকল স্থানে ইস্তেঞ্জা করা যাবে না :
১) মানুষ চলাচলের রাস্তায়,
২) বাড়ী বা মসজিদের আংগিনায়,
৩) ঈদগাহের মাঠে,
৪) কবরস্থানে,
৫) কিবলার দিকে মুখ/পিঠ করিয়া,
৬) চন্দ্র / সূর্যের দিকে মুখ করিয়া,
৭) ফলদায়ক / ছায়াঘেরা গাছের নীচে,
৮) গর্তের ভিতরে,
৯) নীচু স্থান হইতে উঁচু স্থানের দিকে,
১০) ওযর ব্যতিত পানির ভিতরে,
১১) ওযু / গোছলের স্থানে,
১২) দাড়িয়ে হেটে হেটে,
১৩) মানুষের সম্মুখে,
১৪) ঘরে/ বিছানায় ।
15 . ৬ জিনিষ নিয়ে
ইস্তেঞ্জায় যাওয়া নিষেধ :
১) আল্লাহ তালার নাম,
২) নবীগনের নাম,
৩) ফেরেশতাদের নাম,
৪) কোরআনের আয়াত,
৫) হাদিসের টুকরা,
৬) দোয়া ও কালাম ।
16. ১০ জিনিষ দিয়ে
কুলুপ করা নিষেধ :
১) হাড্ডি,
২) কয়লা,
৩) কাগজ,
৪) কাঁচ,
৫) গাছের কাঁচা পাতা,
৬) খাদ্যদ্রব্য,
৭) শুকনা গোবর,
৮) ডান হাত দ্বারা,
৯) ব্যবহত ঢিলা পুনরায় ব্যবহার করা,
১০)
17. ইস্তেঞ্জায় ৮ কাজ করা সুন্নত :
১) বাম পা দিয়ে প্রবেশ করা,
২) মাথা ঢেকে রাখা,
৩) পায়ে স্যান্ডেল রাখা,
৪) দিলে দিলে এস্তেগফার পড়া,
৫) ঢিলা ব্যবহার করা,
৬) পানি খরচ করা,
৭) ডান পা দিয়ে বাহির হওয়া,
৮) আগে পিছে দোয়া পড়া।
18. এক মুসলমানের উপর অন্য মুসলমানের ৬টি হক-
১) সাক্ষাতে সালাম করা ।
২) হাচি দিলে ইয়ারহামুকাল্লাহ বলা ।
৩) দাওয়াত করলে গ্রহণ করা / ডাকলে সাড়া দেওয়া ।
৪) সব সময় তার কল্যান কামনা করা ।
৫) অসুস্থ হলে দেখতে যাওয়া/ খোজ খবর নেওয়া ।
৭) মৃত্যু হলে জানাজায় শরীক হওয়া ।
19. রাস্তার আদব/হক
৫টি-
১) চোখের হেফাজত করা
২) কাউকে কষ্ট না দেয়া
৩) সালামের উত্তর দেয়া
৪) ভাল কাজের আদেশ করা ও খারাপ কাজ থেকে নিষেধ করা ।
৫) পথচারীদের পথ দেখিয়ে
দেওয়া ।
No comments:
Post a Comment