আসসালামুআলাইকুম । আমরা তাবলিগে যারা নতুন সময় দিয়েছি বা দিচ্ছি তাদের জন্য ব্লগে লোড দেওয়া বিষয়বস্তুগুলি জানা খুবই জরুরী । মুদ্দা কথা-
আল্লা ভোলা মানুষগুলো যেন আল্লাহর পরিচয় চিনতে পারে এখানেই স্বার্থকতা । আমরা যারা হুজুর পাক (সা:) এর উম্মত বলে দাবি করি তাদের সকলের এ কাজ , আমরা সকলেই এ কাজের দায়ি।
সমস্ত পৃথিবীর মালিক আল্লাহপাক। তিনিই সবকিছুর স্রষ্টা। এক বিষেশ উদ্দেশ্যে তিনি মানুষকে সৃষ্টি করে সকলের উপর তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। যেহেতু মানুষকে মাখলুকাতের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন; সেহেতু মানূষ তার লক্ষ অর্জন করে শ্রেষ্ঠত্ব বজায় রাখার যথাযথ ব্যবস্থা স্বরুপ আল্লাহ পাক পবিত্র কোরআন এবং আমাদের রহমত স্বরূপ প্রিয় রসূল (স:) কে সর্বশেষ নবী করে পাঠিয়েছেন।
মানুষ মরনশীল । সবাইকে একদিন চলে যেতে হবে । কি নিয়ে যাব কখনও কি আমরা এ বিষয়ে ভেবে দেখেছি ? সবাই আমরা নিজেকে নিয়ে আজ বড় ব্যাস্থ । এখন সবসময় মনিরুজ্জামান ইসলামাবাদীর একটা কবিতা মনে পড়ে যে....
“ হে পথিক , ক্ষনেকের তরে , বস মোর
শিখে ,
ফাতেহা পড়ে যাও মম মুক্তির আশে”
সত্যি
কি আমরা মৃত্যুর জন্য প্রস্তুত । চলুন আজ
থেকে মৃত্যুর প্রস্তুতি নিতে থাকি।
আল্লাহ্ আমাদের সঠিক বুঝ দান করুন । আমিন……
প্রতিটা লেখা ১… ২… ৩…৪ এভাবে ধারাবাহিক ভাবে পড়বেন তাহলে বুঝতে সহজ হবে…. ধন্যবাদ ।
No comments:
Post a Comment