Wednesday, May 4, 2016

যে কাজ হেফাজত করা খুবই কঠিন



                                যে কাজ হেফাজত করা খুবই কঠিন :

৩ কাজের হেফাজত করা কঠিন

১) বন্টনকারী হওয়া ।

২) ইমাম হওয়া ।

৩) আমির হওয়া ।    

৫ প্রকার  অন্ধকার  ৫  প্রকার  বাতি :

১) দুনিয়া অন্ধকার উহার বাতি পরহেজগারী ।

২) গুনাহ অন্ধকার উহার বাতি তওবা ।

৩) কবর অন্ধকার উহার বাতি কালেমা (লা-ইলাহা ইল্লাল্লাহ ) ।

৪) আখেরাত অন্ধকার উহার বাতি নেক আমল।

৫) পুলছেরাত অন্ধকার উহার বাতি একিন ।

৩ টি ব্যাপারে মিথ্যা বলার অনুমতি আছে-

১) যুদ্ধক্ষেত্রে ।

২) নিজের স্ত্রী / স্বামীকে সন্তস্ট করার জন্য

৩) বিবাদমান মানুষের মধ্যে আপোষ মীমাংসার জন।

হযরত ইব্রাহিম(আঃ) আল্লাহ পাকের সন্তষ্টির জন্য ৩টি মিথ্যা কথা বলেছেন-

১) আমি রুগ্ন

২) বড় মুর্তি এই কাজটি করেছে

৩) স্ত্রী সারা আমার বোন ।

 ৫টি কাজ সঠিক সময়ে করতে হয় এবং উহাকে বিরাট সম্পদ মনে করতে হয়-

১) বার্ধ্যেকের পূর্বে যৌবনকে সম্পদ মনে করা

২) রোগাক্রান্ত হওয়ার পূর্বে সু-স্বাস্থ্যকে সম্পদ মনে করা

৩) দারিদ্রতার পুর্বে অভাব মুক্ত থাকাকে সম্পদ মনে করা

৪) ব্যস্ততার পূর্বে অবসর থাকাকে সম্পদ মনে করা


৫) ‍মৃত্যুর পূর্বে হায়াতকে সম্পদ মনে করা ।



No comments:

Post a Comment