Wednesday, May 4, 2016

দুনিয়ায় থাকতেই যা করা

                              

                               দুনিয়ায় থাকতেই যা করা দরকার:

দুনিয়া শেষ হওয়ার পরে অনন্ত কালের জন্য জান্নাত অথবা জাহান্নাম ছাড়া কোন ঘর বাড়ী নাই । তাই  দুনিয়ায় থাকতেই-

১) র্দীঘ সময়ের সম্বল সন্চয় করা
২) পরকালের প্রস্তুতি গ্রহণ করা
৩)) মৃত্যুর ছামানা যোগার করা ।
৪) বার্ধ্যকের জন্য ব্যবস্থা করা

৪ প্রকার জীব হত্যা করা নিষেধ-

১) ‍পিপীলিকা
২) মৌমাছি
৩) হুদহুদ পাখি
৪) ছুরাদ ।

মানুষের  ৪টি  দুশমন ---দাল,শীন,মিম,নুন-

১) দালেদুনিয়া
২) শীনেশয়তান
৩) মিমেমাল
৪) নুনেনফস ।

মুসলমানের সিফাত ৫টি মুসলমানমিম,সিন,লাম,মিম,নুন-

১) মিমেযদি মুসলমান হও তবে মৃত্যুর জন্য তৈয়ার হও ।
২) সিনে--যদি মুসলমান হও তবে সিনা থেকে হিংসা বিদ্বেষ দুর কর।
৩) লামে--যদি মুসলমান হও তবে লা-শরীক আল্লাহর ইবাদত কর
৪) মিমে--যদি মুসলমান হও তবে মুহাম্মদ (সঃ) এর তরিকায় জীবন যাপন কর
৫) নুনে--যদি মুসলমান হও তবে নফসের খায়েসাত দমন কর

৫ প্রকার মানুষের সাথে চলাফেরা নিষেধ-

১) ফাসেক
২) মিথ্যাবাদী
৩) বোকা
৪) কৃপন
৫) আত্মীয়তার সর্ম্পক ছিন্নকারী ।
* তবে দাওয়াতের জন্য তার কাছে যাওয়া যাবে *

৪ অবস্থায় মাল খরচ হইলে আল্লাহ তালায়ার কাছে মালের হিসাব সহজ হবে

১) হাওয়ানী নেছাবত পারিবারিক খরচে ১/৪ অংশ
২) ফেরেশতাদের নেছাবত এলেম শেখার কাজে ১/৪ অংশ ।
৩) খলিফাদের  নেছাবত জনহিতকর কাজে ১/৪ অংশ

৪) নবীদের নেছাবতদাওয়াতের কাজে ১/৪ অংশ ।



No comments:

Post a Comment